এবার রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক আয়োজনের জোর চেষ্টা চালাচ্ছে তুরস্ক। আগামী দুই সপ্তাহের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু।
মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। সেই আলোচনা সমঝোতার কিছুটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। জানা গিয়েছিল, ন্যাটো যুক্ত হওয়ার মতো সিদ্ধান্ত থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেন এবং নিরপেক্ষ সামরিক অবস্থান ধারণ করবে দেশটি। এ সময় যুদ্ধ বন্ধে রাশিয়াকে লিখিত প্রস্তাব দেয় ইউক্রেন।
আলোচনার অগ্রগতির পরিপ্রেক্ষিতে ইউক্রেনের রাজধানী কিয়েভ, পার্শ্ববর্তী এলাকায় ও চেরনিহিভ থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় রাশিয়া।
স্থানীয় ‘এ হাবের’ দেওয়া সাক্ষাৎকারে মেভলুত কাভুসগলু বলেন, “আঙ্কারা কিছু এলাকা থেকে রুশ বাহিনী প্রত্যাহারসহ আলোচনার সময় গৃহীত সিদ্ধান্তগুলোর পূর্ণ বাস্তবায়ন দেখেনি। তবে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার সময় এখনও আছে।”
বৈঠকে রোমান আব্রামোভিচের উপস্থিতি নিয়ে কাভুসগলু বলেন, “নিষেধাজ্ঞায় জর্জরিত এই রুশ ধনকুবের যুদ্ধ সমাপ্তের জন্য ‘আন্তরিকভাবে’ চেষ্টা চালাচ্ছেন।” সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম