ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়ার্মাক বলেছেন, রাশিয়ার সঙ্গে আলোচনায় তিনি খুব বেশি আশাবাদী হতে পারছেন না।
সিএনএনের ক্রিস্টিয়ান আমানপোরের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কির শীর্ষ কর্মকর্তা এই মন্তব্য করেন।
আন্দ্রি ইয়ার্মাক বলেন, আমাদের অবস্থান খুবই নীতিবদ্ধ। ইউক্রেনের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব সঙ্গতি রেখে আমরা তাদের সঙ্গে যেকোনো আপস করতে পারি।
রাশিয়ার সঙ্গে আলোচনায় খুব সামান্যই আশা দেখছেন উল্লেখ করে তিনি বলেন, বাস্তবতায় তখনই বিশ্বাস করা শুরু করব যখন সত্যি সত্যি কিছু ঘটবে।
ইউক্রেনের প্রেসিডেন্টের এই শীর্ষ কর্মকর্তা বলেন, আমরা এই যুদ্ধ থামাতে চাই। আমরা চাই আমাদের ভূখণ্ড থেকে রাশিয়ার সেনা প্রত্যহার করা হোক।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সারের বরাতে সিএনএনের খবরে বলা হয়েছে, রুশ সেনাদের আক্রমণে মারিউপোল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আন্দ্রি ইয়ার্মাক মারিউপোলের অবস্থাকে দ্বিতীয় বিশ্বে যুদ্ধ সংঘটিত ধ্বংসযজ্ঞের সঙ্গে তুলনা করেন।
মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে সমঝোতা বৈঠক হয়। আলোচনা শেষ হওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশ ও উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে সামরিক অভিযান কমানোর ঘোষণা দেয় রাশিয়া। তবে ইউক্রেন বলছে, ঘোষণা সত্ত্বেও আক্রমণ বন্ধ করেনি রাশিয়া।
বিডিপ্রতিদিন/কবিরুল