ফিলিস্তিনিদের উপর ফের আগ্রাসন শুরু করেছে দখলদার ইসরায়েল। এবার অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের জেনিন শরণার্থী শিবিরে দুই ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদি দেশটি।
আজ বৃহস্পতিবার সকালে সর্বশেষ হামলাটি ঘটে যখন অভিজাত ডুভদেভান কমান্ডো ইউনিটের সদস্যসহ শত শত ইসরায়েলি সেনা পশ্চিমতীরে সন্দেহভাজনদের গ্রেফতারের প্রচেষ্টার অংশ হিসেবে এক নৃশংস হামলা চালায়। নাম প্রকাশ না করার শর্তে একটি ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পার্সটুডে।
এ ঘটনা নিয়ে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিন ক্যাম্পে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক হামলায় দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৭ বছর বয়সি সানাদ আবু আতিয়েহ এবং ২৩ বছর বয়সি ইয়াজিদ আল-সাদি রয়েছেন বলে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়েফা জানিয়েছে।
সূত্র : পার্সটুডে ও এপি।
বিডি-প্রতিদিন/শফিক