অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলের পাল্লা যখন ভারি, তখন ‘গুরুত্বপূর্ণ ব্যক্তির’ মাধ্যমে ইমরান খান নিরাপদ প্রস্থানের প্রস্তাব দিয়েছেন।
সূত্রের বরাতে বৃহস্পতিবার পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জিও নিউজ এই খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, ‘গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব’ প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাব বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফকে দিয়েছেন। বৃহস্পতিবার সংসদ অধিবেশনের পূর্বে বিরোধী নেতারা এই প্রস্তাব নিয়ে আলোচনা করলে ঘটনাটি সামনে আসে।
প্রস্তাবে বলা হয়েছে—ইমরান খান ‘নিরাপদ প্রস্থান কিংবা সংসদ ভেঙে দেওয়ার’ প্রস্তাব দিয়েছেন। এটা না মানলে যেকোনো পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ইমরান খান প্রস্তুত রয়েছেন।
তবে অধিকাংশ বিরোধী দলীয় নেতা ইমরান খানকে ‘বিশ্বাস না’ করতে মত দিয়েছেন। তারা দ্রুত অনাস্থা ভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন।
বিরোধীরা বলছেন, তারা সংখ্যাই বেশি। সুতরাং দ্রুত প্রক্রিয়া শেষ করলে তারা লাভবান হবেন। বিরোধীরা আরও বলছে, ইমরান খানের মুখ রক্ষার একটা উপায়, সেটা হলো—পদত্যাগ করা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে অনাস্থা ভোটে ক্রমেই পিছিয়ে পড়ছেন ইমরান খান।
গতকাল বুধবার ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি)। পার্লামেন্টে তাদের সাতজন সংসদ সদস্য রয়েছেন। ভোটের আগে বিরোধীদের সঙ্গে তাদের হাত মেলানো ধুঁকতে থাকা পিটিআই সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়, ১৯৯-১৪২ ভোটে পিছিয়ে পড়েছেন ইমরান। তবে চূড়ান্ত ফলাফলের জন্য রো্ববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিন জাতীয় পরিষদে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল