গ্যাস নিয়ে নতুন নির্দেশ (ডিক্রি) জারি করেছেন পুতিন। এই ডিক্রিতে বলা হয়েছে, অবন্ধু দেশগুলোকে অবশ্যই রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে। অন্যথায় চুক্তি বাতিল করা হবে।
সিএনএনের খবরে বলা হয়েছে, পুতিন অবন্ধু দেশগুলোকে রাশিয়ার ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রুশ মুদ্রা রুবলে মূল্য পরিশোধ করার আহ্বান জানিয়েছেন। পুতিনের এই নির্দেশ আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, যদি এভাবে মূল্য পরিশোধ না করা হয়, তাহলে ক্রেতাদের অক্ষমতা হিসেবে গণ্য করা হবে এবং পরিণতি ভোগ করতে হবে।
পুতিন বলেন, কেউ আমাদের ফ্রি কিছু দেয় না এবং আমরাও দানবীর নই। নির্দেশনা না মানলে গ্যাসের যে চুক্তি আছে তা বাতিল করা হবে বলেও সতর্ক করেন তিনি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালানোর পর রাশিয়ার ওপর ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্র ব্যাপক অবরোধ আরোপ করে। কিন্তু গৃহস্থালির কাজ ও বিদ্যুৎ উৎপাদনে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল ইউরোপ। ইউরোপের পুরো গ্যাস ব্যবহারের ৪০ শতাংশই আসে রাশিয়া থেকে।
পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিশোধ হিসেবে রাশিয়া গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করতে বলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল