ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘গণতন্ত্রের সিংহ’ হিসেবে সম্বোধন করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বৃহস্পতিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে অস্ট্রেলিয়ার সংসদে বক্তব্য দেওয়ার পর জেলেনস্কিকে নিয়ে স্কট মরিসন এই মন্তব্য করেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর থেকে ভলোদিমির জেলেনস্কি বিভিন্ন দেশের সংসদে যুদ্ধবন্ধ এবং প্রতিরক্ষা সহায়তা চেয়ে বক্তব্য দিয়েছেন। বৃহস্পতিবার নেদারল্যান্ড ও বেলজিয়ামের সংসদে বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি ১৭টি দেশের সংসদে বক্তৃতা পূর্ণ করবেন।
কৌতুক অভিনেতা থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জেলেনস্কি গত সপ্তাহে ইউরোপীয় কাউন্সিল, জি-৭ , পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং দোহা সম্মেলনে বক্তব্য দেন।
এর আগে গত ১ মার্চ সর্বপ্রথম তিনি ইউরোপীয় সংসদে বক্তৃতা করেন। বৃহস্পতিবার তার নেদার্ল্যান্ড এবং বেলজিয়ামের সংসদে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পর জেলেনস্কি গত ৮ মার্চ যুক্তরাজ্যের সংসদে বক্তব্য দেন। পরবর্তীতে তিনি পোলান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইজারল্যান্ড, ইসরাইল, ইতালি, ফ্রান্স, জাপান, সুইডেন, ডেনমার্ক এবং নরওয়ের সংসদে বক্তব্য দেন।
বিডিপ্রতিদিন/কবিরুল