পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী দাবি করেছেন, ইমরান খানকে গুপ্ত হত্যা করার পরিকল্পনা চলছে বলে খবর পেয়েছে দেশটির নিরাপত্তা সংস্থা। শুক্রবার এক টুইট বার্তায় ফাওয়াদ এ কথা জানিয়েছেন।
তিনি টুইটে জানান, ‘এই খবর পাওয়ার পর ইমরান খানের নিরাপত্তা সরকারের সিদ্ধান্তে আরও বাড়ানো হয়েছে।’
এই সপ্তাহের শুরুর দিকে একই রকম দাবি করেছিলেন পিটিআই নেতা ফয়সাল ভাওদা। তিনি বলেছিলেন, দেশ বেচে দেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় ষড়যন্ত্রকারীরা ইমরান খানকে গুপ্ত হত্যার পরিকল্পনা করছে।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল