খাদ্য, জ্বালানি আর বিদ্যুৎ সঙ্কট তীব্র আকার ধারণ করার প্রতিবাদে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বাসার সামনে বৃহস্পতিবার রাতে বিক্ষোভ করেছে শ্রীলঙ্কানরা।
ক্ষুব্ধ বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেলে ও বাসে আগুন ধরিয়ে দেয়। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। কারফিউ জারি করা হয়েছিল।
এই ঘটনাকে উগ্রপন্থি ঘটনা বলে মন্তব্য করেছে গোতাবায়া। তবে বিক্ষোভকারীরা বলছেন, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়লেই পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।
শ্রীলঙ্কানদের বর্তমানে ১৩ ঘন্টার বেশি সময় লোডশেডিংয়ে থাকতে হচ্ছে। খাদ ও প্রয়োজনীয় ওষুধের সঙ্কটও তীব্র। আর একারণেই দিনে দিনে গোতাবায়ার প্রশাসনের ওপর অতিষ্ট হয়ে উঠেছে মানুষ।
বৃহস্পতিবার রাতের ঘটনায় শুক্রবার সকালে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশ। তাবে তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল