সঙ্কটে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তার গদি বাঁচাতে দরকার অলৌকিক কিছু। কারণ দলে ভাঙন আর বিরোধী জোটের শক্ত অবস্থান ইমরানের পতন মোটামুটি নিশ্চিত করেই ফেলেছে। তার এই দুঃসময়ে আগেই পাশে দাঁড়িয়েছিলেন মাহিরা খানের মতো বেশ কিছু পাকিস্তানি অভিনেতা ও গায়ক।
আরও শোবিজ অঙ্গনের তারকারা ইমরান খানের প্রতি তাদের সমর্থন জানাতে এগিয়ে আসছেন। মায়া আলি নামের ফিল্ম তারকা লিখেছেন, ‘রাজনীতিতে ইমরানই একমাত্র মানুষ যিনি পাকিস্তানের জন্য বড় কিছু করতে চান। পুনর্গঠনে সময় দরকার, আর পাকিস্তানের তাকে দরকার। আমাদের ভোট অবশ্য ভূমিকা রাখে, আমরা তার সাথে আছি।’
আলি কাজমি নামের আরেক তারকা টুইটারে লিখেছেন, ‘যেকোনও উপায়ে আমরা আপনার পাশে আছি কাপ্তান। সমসময়ই আপনি সত্যিকারের নেতা। যদি আপনি ভবিষ্যতে হেরে যান, সেটা হবে দেশের জন্য দুঃখজনক।’
সাবেক মডেল আনাম মালিক ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পাকিস্তানের সত্যিকারের নায়ক।’ জাহিদ আলি নামের আরেক তারকা টুইটে লিখেছেন, ‘ইমরান খান পাকিস্তানের শেষ আশা। দুর্ভাগ্যজনকভাবে যদি আমরা তাকে হারাই, তবে বুঝতে হবে আমরা তার মতো নেতা পাওয়ার যোগ্যতা রাখি না।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল