রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা পুনরায় আলোচনায় বসেছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের বরাতে রয়টার্স বলেছে, অনলাইন প্লাটফর্মে শুক্রবার এই আলোচনা শুরু হয়েছে।
এর আগে গত মঙ্গলবার তুরস্কে শান্তি আলোচনায় কিয়েভে হামলা কমানোর ঘোষণা দেয় রাশিয়া যা ছিল এখন পর্যন্ত আলোচনার সব থেকে ইতিবাচক দিক।
শান্তি আলো্চনার বিষয়ে শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়ার তেলের গুদামে ইউক্রেনের হামলা শান্তি আলোচনা চালিয়ে যাবার মতো স্বস্তিকর পরিস্থিতি তৈরি করে না।
উল্লেখ, শুক্রবার রাশিয়ার বেলগোরোদ শহরের আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গ্লাদকভ এক টেলিগ্রাম পোস্টে অভিযাগ করেন, সকালে ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে শহরের তেলের গুদামে হামলা চালানো হয়। এর পরপরই সেখানে আগুন ধরে যায় এবং ছড়িয়ে পড়ে।
দিমিত্রি পেসকভ বলেন, জ্বালানি সরবরাহ ঠিক রাখতে কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল