পাকিস্তান সংসদের ডেপুটি স্পিকার কাসিম সুরি গত রোববার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ ঘোষণা দিয়ে খারিজ করে দেন।
কিন্তু সুপ্রিম কোর্টের শুনানিতে দেওয়া আদেশের কপিতে রয়েছে স্পিকার আসাদ কায়সারের স্বাক্ষর।
বৃহস্পতিবার শুনানি চলাকালে বিষয়টি নজরে আনেন বিচারপতি জামাল খান মান্দোখেল। খবর আল জাজিরার।
ডেপুটি স্পিকারের আদেশের বৈধতা নিয়ে চলা স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) শুনানিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের পক্ষে আইনজীবী নাইম বুখারির যুক্তিতর্ক উপস্থাপনকালে এই বিচারপতি বিষয়টি নজরে আনেন।
জবাবে বুখারি বলেন, সম্ভবত বিচারপতিকে যে নথি দেওয়া হয়েছে, তা ‘আসল’ নয়।
প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি বৃহত্তর বেঞ্চে এ শুনানি শেষ মূলতবি ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রায় দেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল