ইমরান খানকে গদিচ্যুত করার পর আজ সোমবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় বিরোধী দলের প্রধানমন্ত্রী প্রার্থী পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এর প্রেসিডেন্ট শাহবাজ শরীফের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। ইমরানের দল থেকে শাহ মোহাম্মদ কোরেশিও প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দাখিল করেছেন। আজ স্থানীয় সময় দুপুর ২টায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে। খবর ডনের।
মনোনয়ন পত্র দাখিল করার সময় ইমরান দল ও বিরোধী দলের নেতারা বিতর্কে জড়ান। ডনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, শাহ মোহাম্মাদ কোরেশি ক্ষিপ্ত হয়ে বলছেন, শাহবাজের শরীফ প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। কারণ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গত শনিবার মধ্যরাতে ইমরান খানের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হয়। এতে হেরে যান ইমরান খান। সংসদ থেকে তার দলের সদস্যরা সবাই পদত্যাগ করবেন কী না- এ বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ একটি সভা আহ্বান করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা