আগামী সপ্তাহ যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে ইউক্রেনীয়দের বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রবিবার রাতের ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমাদের দেশের পূর্বাঞ্চলে আরও বড় অভিযানে যাবে রাশিয়ার সেনারা।’
ইউক্রেনীয় নেতা বলেন, ‘আগের সপ্তাহগুলোর চেয়ে আগামী সপ্তাহ কোনো অংশে কম গুরুত্বপূর্ণ হবে না। আগামী সপ্তাহ হবে আগের মতোই উত্তেজনাময় এবং আরও দায়িত্ব পালনের সময়। রাশিয়া আরও ভয় পাবে, হারার ভয়। সত্য স্বীকার করতেই হবে, সে ভয়।’
এ ছাড়া রাশিয়া যুদ্ধাপরাধের দায় এড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন জেলেনস্কি।
উল্লেখ্য, এক মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।
সূত্র: আলজাজিরা
বিডি প্রতিদিন/ ওয়াসিফ