ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়া কার্যক্রম বন্ধ করল ফ্রান্সের অন্যতম বৃহৎ ব্যাংক ‘সোসাইটি জেনারেল’।
ব্যাংকিং ও বিনিয়োগ কার্যক্রম রোধ করার পাশাপাশি ব্যাংকটি রাশিয়ার ‘রসব্যাংকের’ সম্পূর্ণ অংশীদারিত্বও বিক্রি করে দিচ্ছে।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ‘সোসাইটি জেনারেল’। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক খবরে এমনটি দাবি করা হয়েছে।
বিবৃতিতে ‘সোসাইটি জেনারেল’ আরও জানায়, নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদনের পর আগামী সপ্তাহে রাশিয়া থেকে সব কাজ পুরোপুরি গুটিয়ে নেওয়া হবে।
সোসাইটি জেনারেল অন্যান্য পশ্চিমা ব্যাংক, ব্যবসা এবং ব্র্যান্ডগুলোকে অনুসরণ করে যারা জনসাধারণের চাপের কারণে মস্কোর সাথে সম্পর্ক ছিন্ন করেছে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম