মারিওপোলে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতাদের সাথে এক বৈঠকে সোমবার এই দাবি করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘মারিওপোল ধ্বংস হয়ে গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে। এরপরও রাশিয়ার সেনারা আগ্রাসন বন্ধ করছে না।’
যদিও রাশিয়ার জেলেনস্কির এই দাবি নিয়ে কোনও মন্তব্য করেনি। যুদ্ধাবস্থার কারণে আন্তর্জাতিক গণমাধ্যমেরও জেলেনস্কির দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাইয়ের কোনও সুযোগ নেই।
সূত্র, বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল