ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে এ ঘটনা ঘটে। ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে গতকাল রবিবার এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বেথেলহেম শহরের কাছে এক নারীকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনী। ঘাদা ইব্রাহিম সেবাতিন নামের ওই নারীর বয়স ছিল ৪০ বছর।
হেবরনে আরেক নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সেই নারী ইসরায়েলের এক সীমান্ত রক্ষীকে কুপিয়ে সামান্য আহত করেছিলেন বলে দাবি করেছে ইসরায়েলি পুলিশ। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা