শ্রীলঙ্কার ক্ষমতাসীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের জোটে থাকা এক নেতাই এবার অন্তর্বর্তী সরকারের প্রস্তাব দিয়েছেন। অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় দেওয়া এই প্রস্তাবে গোতাবায়ার ভাই মাহিন্দা রাজাপাকসের বদলে নতুন কাউকে প্রধানমন্ত্রী করতে বলা হয়েছে।
গত সপ্তাহেই অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় সর্বদলীয় সরকারের ডাক দিয়েছিলেন গোতাবায়া। তবে সেই ডাক বিরোধীরা প্রত্যাখান করে, উল্টো তার জোটের অন্যতম শরীক পদুজানা পেরামুনার ৪০ এমপি সরকার পক্ষ ছাড়ার ঘোষণা দেয়। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারান গোতাবায়া।
গোতাবায়ার জোটে থাকা জাথিকা হেলা উরুমায়া পার্টির নেতা উদয় গাম্মানপিলা প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারে ইস্যুতে বলেন, ‘আমাদের মূল প্রস্তাব হলো সর্বদলীয় কমিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে এবং একজন নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে। সাথে তারা কাজ চালানোর মতো ছোট একটা মন্ত্রী পরিষদও নিয়োগ দেবে।’
তিনি আরও বলেন, ‘নতুন নির্বাচনের আগে আমরা এটা করতে চাই। আমরা অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে স্থিতিশীলতা ফেরাতে চাই।’
সূত্র, রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল