ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছে। সেই ঘোষণা মেনে সংসদ বয়কট করেছেন ডেপুটি স্পিকার কাসিম শাহ সুরি। সাথে পিটিআই’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী শাহ মাহমুদ কোরেশিও পার্লামেন্ট বয়কটের ঘোষণা দিয়েছেন।
ফলে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে আর কোনও প্রতিদ্বন্দ্বিতাই করতে হচ্ছে না পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের নেতা শাহবাজ শরীফকে, এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম ডন। কারণ তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদে কেবল প্রতিদ্বন্দ্বিতার মনোনয়ন জমা দিয়েছিলেন শাহ মাহমুদ কোরেশি।
বর্তমানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশনের স্পিকারের দায়িত্ব নিয়েছেন পিএমএল-এনের আয়াজ সাদিক।
নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন শুরুর আগেই সংসদ থেকে গণপদত্যাগের ঘোষণা দেয় সদ্য প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খানের দল পিটিআই।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল