ইমরান খানের অপসারণের পর অনেক নাটকীয়তার পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন পিএমএল-এন নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ।
শাহবাজ শরীফ রাজনীতিতে তিন দশকেরও বেশি সময় তার ভাই নওয়াজ শরীফের প্রভাবের ছায়াতেই ছিলেন।
১৯৫১ সালে জন্ম নেয়া শাহবাজ শরীফ রাজনীতিতে যোগ দেন আশির দশকে, যখন তার ভাই নওয়াজ শরীফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। এর আগে তিনি লেখাপড়া শেষে পারিবারিক ব্যবসার হাল ধরেন।
রাজনীতিতে সবসময়ই বড় ভাই নওয়াজ শরীফের ছায়াতলে দ্বিতীয় সারির ভূমিকায় থেকেছেন শাহবাজ শরীফ। বড় ভাই যখনই প্রধানমন্ত্রী হন শাহবাজ শরীফ হন প্রাদেশিক মুখ্যমন্ত্রী।
তিনি তিন দফায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে তার কাজ তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
১৯৯৭ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হন। কিন্তু ১৯৯৯ সালে জেনারেল পারভেজ মোশারফ ক্ষমতা দখল করলে শাহবাজ শরীফ সৌদি আরবে পালিয়ে যান। আট বছর সৌদিতে নির্বাসিত থাকার পর ২০০৭ সালে তিনি পাকিস্তানে ফেরেন।
২০০৮ সালে তার দল জয় পেলে ফের তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন। ২০১৩ সালে তৃতীয়বার তিনি দায়িত্ব গ্রহণ করেন।
২০১৮ সালের নির্বাচনে পাঞ্জাব থেকে বেরিয়ে এসে কেন্দ্রের রাজনীতিতে যোগ দিতে মনস্থ করেন শাহবাজ শরীফ। তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। কিন্তু নির্বাচনে মুসলিম লিগ-নওয়াজ হেরে গেলে তাকে প্রধান বিরোধী দলীয় নেতা বানানো হয়।
দুর্নীতি ও অর্থ পাচারের মামলা তার বিরুদ্ধেও হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো মামলায় দণ্ডপ্রাপ্ত হননি তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন