পাকিস্তানের সিন্ধু প্রদেশের দাদু জেলায় আগুনে পুড়ে ৮ শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। আগুনে ৫০টির বেশি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। দ্য নিউজের বরাত দিয়ে আজ বুধবার এ খবর প্রকাশ করেছে জিও টিভি।
রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। আগুনে ১৬০টির বেশি গবাদি পশু মারা গেছে। ক্ষেতের শস্য ও মূল্যবান সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনা সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে জানালেও সঙ্গে সঙ্গে কেউ আসেনি। এ নিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেছেন, জেলার ডেপুটি কমিশনার ও অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থলে এসেছেন ১২ ঘণ্টা পর। এ বিষয়ে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্তরা।
বিডি প্রতিদিন/ফারজানা