১৭ মে, ২০২২ ১৬:৫০
রয়টার্সের প্রতিবেদন

মারিউপোলে ২৫০ জনের বেশি ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক

মারিউপোলে ২৫০ জনের বেশি ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ

আজভস্তালে আহত ইউক্রেনীয় সেনাদের সরিয়ে নিতে সাঁজোয়া যানের ওপর বসে আছেন রুশ সেনারা

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানা থেকে তারা বাকি সেনাদের সরিয়ে নিয়ে আসবেন। যুদ্ধের ৮২ দিন যাবত এই সেনারা মারিউপোলের নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন।

ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স বলছে, তারা আজভস্তাল থেকে বাসে করে ইউক্রেনীয় সেনাদের রুশ নিয়ন্ত্রণাধীন শহর নোভোআজভস্কে নিতে দেখেছেন। আহত ইউক্রেনীয় সেনারা স্ট্রেচারে শোয়া ছিলেন। একজন হুইল চেয়ারে ছিলেন তার মাথায় ব্যান্ডেজে মোড়ানো ছিল।

রাশিয়া জানিয়েছে,  অস্ত্র পরিত্যাগ করে ইউক্রেনের ২৫৬ জন সেনা আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে ৫১ জন গুরুতর আহত ছিলেন।

ইউক্রেন জানিয়েছে, ৫৩ জন আহত সেনাসহ ২৬৪ সেনা আজভস্তাল ছেড়েছেন। তাদের সরিয়ে আনার চেষ্টা চলছে।

সিএনএনের এক খবরে বলা হয়েছে, ইউক্রেনের হাতে আটক রুশ বন্দী সেনাদের মুক্তির বিনিময়ে আজভস্তাল থেকে ইউক্রেনীয় সেনাদের ফিরতে দিচ্ছে রাশিয়া।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর