দুর্ঘটনায় বাবা-মাকে হারিয়েছে ভারতের ছত্তীসগঢ়ের ১০ বছরের শিশু। বাবা রেলে কর্মরত ছিলেন। তাই তার মৃত্যুর পর বাবার চাকরি দেওয়া হল ওই শিশুকে। ১৮ বছর বয়স হলে চাকরিতে যোগ দিতে পারবে শিশুটি। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। সে জন্য শিশুটির আঙুলের ছাপও নেওয়া হয়েছে। ভারতীয় রেলের ইতিহাসে এ এক নজিরবিহীন ঘটনা বলেই মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, গত ১ জুন দুর্ঘটনায় মৃত্যু হয় শিশুটির বাবা-মায়ের। তবে প্রাণে বেঁচে যায় শিশুটি। তার বাবা রাজেন্দ্র কুমার ভিলাই রেলওয়ে ইয়ার্ডে কাজ করতেন।
৪ জুলাই দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের কর্মিবর্গ দফতরে (পার্সোনেল ডিপার্টমেন্টে) শিশুটিকে চাকরি দেওয়া হয়েছে।
রেলের এক কর্মকর্তার কথায়, ‘‘বাচ্চাটির আঙুলের ছাপ নেওয়ার কাজটা কঠিন ছিল আমাদের জন্য। এটা খুবই আবেগঘন মুহূর্ত।’’
সূত্র : আনন্দবাজার
বিডি প্রতিদিন/ফারজানা