খাদ্যশস্য পরিবহনে জাতিসংঘ ও তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিবর্গ।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে কৃষ্ণসাগর দিয়ে বিশ্বাজারে ইউক্রেনের খাদ্যশস্য পরিবহন বন্ধ রয়েছে। এর ফলে বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিয়েছে।
আসন্ন বৈঠক নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসে বলেন, আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।
খবরে বলা হয়েছে, বৈঠকে রাশিয়া-ইউক্রেন-তুরস্কের সামরিক প্রতিনিধিবর্গ এবং জাতিসংঘের কূটনৈতিকরা অংশ নিবেন।
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর বলেন, ইউক্রেনের বন্দরে থাকা খাদ্যশস্য বিশ্ববাজারে পরিবহনের ওপর গুরুত্ব দেবেন তারা।
বিডিপ্রতিদিন/কবিরুল