ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির জন্মস্থান ‘করিভ্যি রি’ শহর দখলে নিতে একটি বিশেষ বাহিনী বা স্ট্রাইক ফোর্স গঠন করছে রাশিয়া, এমন অভিযোগ করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
বুধবার ইউক্রেনের সেনাবাহিনী আরও জানায়, রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণ দিকে নতুন করে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।
ইউক্রেনের দক্ষিণ দিকে যুদ্ধের পরিস্থিতি নিয়ে নিজেদের নিয়মিত ব্রিফিংয়ে সেনাবাহিনী আরও জানিয়েছে, সেখানে পরিস্থিতি উত্তপ্ত এবং মঙ্গলবার সম্মুখভাগে রুশ সেনারা হামলা চালিয়েছে।
এ ব্যাপারে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রাশিয়া ‘করিভ্যি রি’ শহরে একটি হামলাকারী দল গঠন শুরু করেছে। তাছাড়া শত্রুরা খেরসন প্রদেশের প্রশাসন সীমানায় পৌঁছানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।
এদিকে জেলেনস্কির জন্মভূমি ও বেড়ে ওঠার শহর ‘করিভ্যি রি’ হলো একটি লোহা উৎপাদনকারী শহর। এটি দক্ষিণ দিকের যুদ্ধক্ষেত্র থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।
যুদ্ধের শুরুতেই বিনা বাধা ও রক্তপাত ছাড়াই দেশটির দক্ষিণ দিকের অঞ্চল খেরসন দখল করতে সক্ষম হয় রুশ সেনারা। যদিও ইউক্রেন এখন সেগুলো পুনর্দখল করতে চেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়, তারা এখন পর্যন্ত খেরসনের ৫০টি স্থান পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/কালাম