চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৃহস্পতিবার বলেছেন, ‘মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর যুক্তরাষ্ট্রের উন্মাদনাপ্রসূত, দায়িত্বজ্ঞানহী ও অযৌক্তিক কর্মকাণ্ড।’
আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে কম্বোডিয়া নমপেনে আছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, চীন কূটনৈতিকভাবে সর্বোচ্চ ও সম্ভাব্য উপায়ে তাইওয়ান সঙ্কট সমাধানের চেষ্টা করবে। তবে নিজেদের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোন কাজ মেনে নেবে না চীন।
যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ আইন মেনে নিজের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
চীনের কড়া হুঁশিয়ারীর মধ্যেই তাইওয়ান সফর করেছেন ন্যান্সি পেলোসি। তার পাল্টা ব্যবস্থা হিসেবেই তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া দিচ্ছে চীন।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল