১৫ আগস্ট, ২০২২ ১২:০৭

ইরানে ৬ বছর পর কুয়েতের রাষ্ট্রদূত নিয়োগ

অনলাইন ডেস্ক

ইরানে ৬ বছর পর কুয়েতের রাষ্ট্রদূত নিয়োগ

ইরানে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে কুয়েত। উভয় দেশ এই তথ্য নিশ্চিত করেছে। ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছ, তেহরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ৬ বছর পর কুয়েত রাষ্ট্রদূত নিয়োগ দিল। ২০১৬ সালে সৌদি আরবের সঙ্গে সংহতি রেখে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল কুয়েত।

ইরানে নিয়োগ পাওয়া কুয়েতের রাষ্ট্রদূত বাদের আব্দুল্লাহ আল মুনাইখ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমিরআব্দুল্লাহিয়ানের কাছে শনিবার তার পরিচয়পত্র তুলে দেওয়া হয়। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই তথ্য নিশ্চিত করেছে।

৬ বছর সম্পর্ক স্থগিত থাকার পর সুন্নি মুসলিমদের ‘শক্তিঘর’ হিসেবে পরিচিত সৌদি আরব সম্প্রতি ইরানের সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপনের উদ্যোগ নিয়েছে। তার অংশ হিসেবে তেহরানে রাষ্ট্রদূত নিয়োগ দিল কুয়েত।উপসাগরীয় আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতও ইরানে রাষ্ট্রদূত পাঠানোর জন্য কাজ করছে। সূত্র: ভয়েস অব আমেরিকা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর