ব্রেক দুর্ঘটনার কারণে জম্মু-কাশ্মীরের নদীতে পুলিশের একটি বাস পড়ে অন্তত ৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অমরনাথ যাত্রার ডিউটি (দায়িত্ব) পালন শেষে পুলিশের ৩৯ সদস্য ফিরছিলেন। পথিমধ্যে ব্রেক ফেইল হলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে। এতে পুলিশের ৬ সদস্য নিহত হন এবং বাকিরা আহত হন।
খবর অনুসারে, বাসের ৩৭ জন পুলিশ ছিলেন ইন্দো-তিব্বত সীমান্তের এবং ২ জন জম্মু ও কাশ্মীরের। বাসটি চন্দনবাড়ি থেকে পাহালগামে যাচ্ছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল