গাড়ি বিস্ফোরণে কট্টর রুশ জাতীয়তাবাদী দার্শনিক আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিনা নিহতের ঘটনায় ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া। সোমবার মস্কো অভিযোগ করে বলেছে, ঘটনার পেছনে ইউক্রেনের গোয়েন্দারা জড়িত।
রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (এফএসবি) জানিয়েছে, জুলাইতে রাশিয়ায় আসা এক ব্যক্তি এ ঘটনায় জড়িত। রুশ কর্মকর্তারা আরও বলেছেন, গাড়ি বিস্ফোরণে দারিয়া দুগিনা নিহত হওয়ার পর অভিযুক্ত ইউক্রেনীয় রাশিয়া থেকে এস্তোনিয়ায় পালিয়ে গেছে। তবে বিবিসি এই তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
গতকাল রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগীর কন্যা রাজধানী মস্কোর কাছে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন। নিহত দুগিনা একটি অনুষ্ঠান থেকে বাসায় যাওয়ার সময় তার গাড়িটি বিস্ফোরিত হয়। গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন বলে রাশিয়ার তদন্ত কর্মকর্তারা জানিয়েছে।
দারিয়ার বাবার ৬০ বছর বয়সী আলেকজান্ডার পুতিনের ‘মস্তিষ্ক’ হিসেবে পরিচিত। হামলার লক্ষ্যবস্তু আলেকজান্ডার ছিলেন কি না, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।
বিডিপ্রতিদিন/কবিরুল