রাশিয়ার দখলকৃত ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রুশ পার্লামেন্ট ডুমার বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে। আগামী বৃহস্পতিবার এই অধিবেশনে যোগ দেবেন দেশটির আইনপ্রণেতারা।
সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স।
ডুমার এক বিবৃতিতে বলা হয়েছে, জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার জন্য বিদ্যমান হুমকি নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ইউরোপের সবচেয়ে বড় স্পর্শকাতর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সম্প্রতি যুদ্ধের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কেননা বলপ্রয়োগ করে ইতোমধ্যে কেন্দ্রটি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। যদিও এটি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা। তবে সামরিক শক্তি বন্ধ করে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার দখলকৃত জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে জাতিসংঘের একটি দলকে অনুমতি দেওয়া হবে।
সূত্র: রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন