যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বাসভবন মার –এ-লাগোতে তল্লাশির বিরুদ্ধে তিনি এই মামলা করেছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, বাসা থেকে যে গোপন নথি জব্দ করা হয়েছে, ট্রাম্প ফাইলগুলো নিয়ে বিচারবিভাগের তদন্ত থামাতে বলেছেন।
মামলার নথি অনুসারে, ট্রাম্পের লিগ্যাল টিম বলেছেন, ফ্লোরিডার মার- অ-লাগো থেকে যে নথি সরানো হয়েছে তা তদারক করতে স্বাধীন আইনজীবী নিয়োগ করা হবে।
উল্লেখ্য, গত ৯ আগস্ট যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) গোয়েন্দারা। প্রেসিডেন্ট থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প গোপন নথির অব্যবস্থাপনা করেছেন কিনা তা জানতে তদন্ত করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল