মালয়েশিয়া থেকে হুন্ডির মাধ্যমে অর্থ (রেমিট্যান্স) পাচার চক্রের বাংলাদেশি মূলহোতাসহ ছয়জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পুলিশ গত ১৯ ও ২০ আগস্ট কুয়ালালামপুর ও আশেপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বয়স ২৬ থেকে ৪০ বছরের মধ্যে।
এসব তথ্য জানিয়েছেন মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল জাজাইমি দাউদ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় প্রকাশ করেনি মালয় ইমিগ্রেশন পুলিশ।
দাতুক খায়রুল জাজাইমি দাউদ বলেন, প্রথমে অভিযান চালিয়ে গত ১৮ আগস্ট অর্থপাচার সিন্ডিকেট পরিচালনাকারী এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। ৩৬ বছর বয়সী এই বাংলাদেশিই ওই সিন্ডিকেটের মূলহোতা। এরপর বিশেষ অভিযান চালিয়ে বাকিদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, মোবাইল ফোনের দোকান থেকে এই সিন্ডিকেট পরিচালনা করা হতো। তিনটি মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় হুন্ডি সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- বাংলাদেশের ১৫টি পাসপোর্ট, ৪৪ হাজারেও বেশি মালয়েশিয়ান রিংগিত এবং অবৈধ লেনদেনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি। সূত্র: বারনামা, দ্য সান ডেইলি
বিডি প্রতিদিন/কালাম