মস্কোর বাইরে গাড়ি বিস্ফোরণে পুতিন ঘনিষ্ঠ দার্শনিক আলেকজান্ডার দুগিনের কন্য দারিয়া দুগিনা নিহতের ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজনের ভিডিও প্রকাশ করেছে রাশিয়া। রুশ নিরাপত্তা বাহিনীর দাবি –ইউক্রেনের নাগরিক নাতালিয়া ভভক (৪৩) এই ঘটনায় জড়িত। রাশিয়ায় ঢুকে দারিয়া দুগিনা নিহতের পর তিনি এস্তোনিয়ায় পালিয়ে যান।
রুশ নিরাপত্তা বাহিনী (এফএসবি) প্রকাশিত ফুটেজে ভভক ও তার ষোড়শী (টিনএজ) কন্যাকে রাশিয়ায় প্রবেশ করা দেখা গেছে। এই নারী দারিয়ার ভবনে বসবাস করতেন যা ভবনের সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে।
খবর অনুসারে, দারিয়া হত্যায় অভিযুক্ত প্রধান সন্দেহভাজন গত ২৩ এপ্রিল রাশিয়ায় ঢুকেছিলেন। রাশিয়ায় প্রবেশের সময় ঝক্কি এড়াতে তিনি দোনেতস্ক প্রজাতন্ত্রের লাইসেন্স ব্যবহার করেছিলেন।
মস্কোতে থাকার সময় অভিযুক্ত নারী তার গাড়ির প্লেট কাজাখস্তানের প্লেটে বদল করেন। কিন্তু দারিয়া দুগিনা নিহতের পর তিনি যখন এস্তোনিয়া পালিয়ে যান, সে সময় তার গাড়িতে ইউক্রেনের প্লেট দেখা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কোতে বাধাহীন চলাফেরার জন্য নাতালিয়া ভভক তার টিএনএজ কন্যাকে ব্যবহার করেন। সূত্র: আরটি
বিডিপ্রতিদিন/কবিরুল