রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘনিষ্ঠ দার্শনিক আলেকজান্ডার দুগিনের কন্যা হত্যার জন্য মস্কো ইউক্রেনকে দোষারোপ করছে। তবে ইউক্রেন শুরু থেকে অভিযোগ অস্বীকার করেছে। ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার অভিযোগ উপহাস করেছে। খবর বিবিসির।
রাশিয়ার অভিযোগের বিষয়ে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের মহাসচিব বলেন, আমাদের কাজ এ রকম নয়। তার কথার অর্থ–ইউক্রেন এভাবে হত্যাকাণ্ড সংঘঠিত করে না।
কিয়েভের এই কর্মকর্তা আরও বলেন, ওই বোমা বিস্ফোরণে আমাদের হাত নেই। নিজেদের ছেলে-মেয়েদের নিয়ে আমাদের আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক বলেন, রাশিয়ার অপপ্রচারকরা কল্প জগতে বসবাস করে। তার দাবি, রাশিয়ার বিশেষ বাহিনী যে সংগ্রামের মধ্যে আছে তার কারণে এই ঘটনা ঘটেছে।
৩০ বছর বয়সী দারিয়া দুগিনা পেশায় সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। শনিবার মস্কোর বাইরে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে তার বাবার গাড়িতে বিস্ফোরণ ঘটে। গাড়িটি দারিয়া নিজেই চালাচ্ছিলেন। বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
বিবিসির খবরে বলা হয়েছে, দারিয়া দুগিনার বাবা প্রেসিডেন্ট পুতিনের খুব কাছের মানুষ এবং রাশিয়ায় তার ব্যাপক প্রভাব রয়েছে। এ কারণে এই আক্রমণ হতে পারে।
হত্যাকাণ্ড নিয়ে সোমবার প্রেসিডেন্ট পুতিন কথা বলেন। তিনি এই ঘটনাকে ঘৃণ্য এবং নিষ্ঠুর বলে উল্লেখ করেন। দারিয়া দুগিনার বাবা আলেকজান্ডার দুগিনও হত্যার জন্য ইউক্রেনকে দোষারোপ করেছেন।
এদিকে মঙ্গলবার রাশিয়ার ওস্তানকিনো টেলিভিশন সেন্টারে দারিয়া দুগিনার স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তার শেষকৃত্য কখন তা এখনো জানানো হয়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল