আগামীকাল বুধবার রাশিয়া ইউক্রেনে হামলা আরও জোরদার করতে পারে এমন আশঙ্কায় মার্কিন নাগরিকদের দ্রুত ইউক্রেন ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামীকাল ২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবসের বেসরকারি স্থাপনায় হামলা চালাতে পারে রাশিয়া। এ কারণে যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের নিরাপদে সীমান্ত পার হয়ে অন্য দেশে চলে যেতে বলা হয়েছে।
নির্দেশনায় আর বলা হয়েছে, ‘ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থির এবং সতর্কতা ছাড়াই পরিস্থিতির অবনতি হতে পারে।’
সূত্র: সিএনএন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন