ইউক্রেনের সোভিয়েত ইউনিয়ন থেকে ১৯৯১ সালে স্বাধীনতাপ্রাপ্তি দিবস এবং রাশিয়ার আক্রমণের ৬ মাস পূর্তি আজ। দিবসটিতে ভয়াবহ হামলার আশঙ্কা প্রকাশ করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, আক্রমণ হলে শক্ত জবাব দেওয়া হবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হানা দেওয়ার পর থেকে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধে নেতৃত্ব দিচ্ছেন ভলোদিমির জেলননস্কি। স্বাধীনতা দিবস সামনে রেখে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ২০১৪ সালে দখল করা ক্রিমিয়াও তার দেশ এক সময় ফিরিয়ে নেবে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, স্বাধীনতা দিবসে হামলা করলে তারা শক্তিশালী জবাব পাবে। তিনি বলেন, আমি প্রতিদিন যা বলতে চাই তাহলো- প্রতিরোধ বাড়বে, শক্তিশালী থেকে অধিক শক্তিশালী হবে।
সান্ধ্যকালীন বক্তৃতায় জেলেনস্কি আরও বলেন, আগামীকাল আমাদের জন্য গুরুত্বপূর্ন দিন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের শত্রুদের জন্যও গুরুত্বপূর্ণ। রাশিয়ার বিরক্তিকর উসকানি এবং পাশবিক আক্রমণ থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল