পূর্ব সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট গোষ্ঠী লক্ষ্য করে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযানে অবকাঠামো ও স্থাপনা টার্গেট করা হয়।
বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে তারা সিরিয়ার ইরাক সীমান্তের দেইর আজ-জোর এলাকায় অভিযান চালান।
তবে সিরিয়া সরকার ঘটনা নিয়ে এখন কোনো মন্তব্য করেনি।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, উত্তেজনার ঝুঁকি কমাতে এবং হতাহত হ্রাস করতে সতর্কভাবে এই অভিযান চালানো হয়েছে। তবে সঠিক কী টার্গেট করে এবং অভিযানে কোনো হতাহত আছে কিনা তা জানানো না হলেও বলা হয়েছে, সিরিয়ায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের সেনাদের রক্ষায় এই অভিযান।
ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে মিত্র শক্তিকে সহায়তা করতে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সেনারা সিরিয়ায় প্রবেশ করে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল