পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নামে আরও একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। দেশের আবপাড়া পুলিশ স্টেশনে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে এই হামলা করা হয়েছে।
গত শনিবার এক সমাবেশে ইমরান খান ইসলামাবাদের পুলিশ প্রধান, উপ প্রধান এবং একজন নারী বিচারকের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিলেন। এ নিয়ে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। এই মামলায় হাইকোর্ট ইমরান খানকে দুইদিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার ইমরান খানকে আদালতে হাজির হতে হবে। আদালত ফের জামিন না দিলে গ্রেফতার হতে পারেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পিটিআই প্রধান ইমরান খান।
পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম এআরওয়াই-এর খবরে বলা হয়েছে, ১৪৪ ধারা ভঙ্গের মামলায় ইমরান খান ছাড়াও পিটিআইয়ের ১৭ নেতার নামে মামলা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ইমরান খানের প্রধান সহযোগী (চিফ অব স্টাফ) শাহবাজ গিলকে রাষ্ট্রীয় বাহিনীকে (সেনাবাহিনী) উসকে দেওয়ার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। রিমান্ডে গিলের ওপর অমানসিক নির্যাতন করা হয়েছে দাবি করে ইমরান খানের দল গত শনিবার বিক্ষোভ করে। ওই বিক্ষোভ নিয়ে ইমরান খান ও তার দলের নেতাদের বিরুদ্ধে এখন পর্যন্ত দুটো মামলা করল পুলিশ। সূত্র: ডন
বিডিপ্রতিদিন/কবিরুল