ক্রেমলিনের সমালোচক ও ইউক্রেনে রাশিয়ার অভিযানের সমালোচনা করে পরিচিতি পাওয়া ইয়েভজেনি রোইজম্যান নামে এক রাজনীতিককে আটক করেছে রুশ কর্তৃপক্ষ। রুশ সংবাদমাধ্যম তাসের বরাতে গার্ডিয়ান এই খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, ইয়েকাতেরিনবার্গ শহরের সাবেক মেয়র রোইজম্যানের বিরুদ্ধে ‘রুশ বাহিনীকে অসম্মান করার’ ঘটনায় তদন্ত করা হচ্ছে। রাশিয়ায় পুতিনের মুষ্টিমেয় যে কয়েকজন সমালোচক রয়েছেন তাদের মধ্যে ইয়েভজেনি রোইজম্যান অন্যতম।
বিডিপ্রতিদিন/কবিরুল