তাইওয়ান প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ চলাচল করছে। চীন বলছে, তাদের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ দুটো পর্যবেক্ষণে রেখেছে। তারা যেকোনো উসকানির জবাব দিতে প্রস্তুত।
রবিবার তাইওয়ান প্রণালির আন্তর্জাতিক জলসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটো জাহাজ চলাচল করে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের পর তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্রের এটা প্রথম কার্যক্রম।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী রয়টার্সকে নিশ্চিত করেছে,টিকন্ডেরোগা শ্রেণির গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস অ্যান্টিটাম এবং ইউএসএস চ্যান্সেলরসভিল রবিবার নিয়মিত মহড়া পরিচালনা করেছে। আন্তর্জাতিক আইন মেনেই তা পরিচালনা করা হয়েছে।
এ ধরনের অভিযানে সাধারণত ৮ থেকে ১২ ঘণ্টা সময় লাগে। চীনের সেনাবাহিনী এটা গভীরভাবে পর্যবেক্ষণ করে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ এবং কিছু উপলক্ষে মিত্র যুক্তরাজ্য এবং কানাডার জাহাজ তাইওয়ান প্রণালি দিয়ে নিয়মিত চলাচল করে। এতে চীন ক্ষুব্ধ। স্বশাসিত দ্বীপরাষ্ট্রটিকে চীন নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।
যুক্তরাষ্ট্র বলে আসছে, গভীর সমুদ্রে জাহাজ চলাচলের স্বাধীনতার আলোকেই আন্তর্জাতিক আইন অনুসারে তাইওয়ান প্রণালিতে তারা যুদ্ধজাহাজ পাঠায় এবং ভবিষ্যতেও পাঠাবে।
বিডিপ্রতিদিন/কবিরুল