পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রধান সহযোগী শাহবাজ গিল তার বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে রাজি। ইসলামাবাদের দায়রা আদালতে গিলের জামিন শুনানিতে তার আইনজীবী এই মন্তব্য করেন।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, শুনানিতে গিলের আইনজীবী দল বলেন, অভিযোগকারী শহরের ম্যাজিস্ট্রেট পিটিআই নেতাসহ আরও পাঁচজনের বিরুদ্ধে পুলিশের কাছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করেন।
তবে শাহবাজ গিল রাষ্ট্রদ্রোহিতার কথা কখনো চিন্তাও করেন না। তার বক্তব্য পরিবর্তন করে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যেকোনো ভুল বোঝাবুঝি মোকাবিলা এবং সংশয় নিয়ে ক্ষমা চাইতেও রাজি তিনি।
পাকিস্তানের বেসরকারি টেলিভিশন এআরওয়াইতে এক বক্তব্যে সেনাবাহিনীকে উসকানি দেওয়ার অভিযোগে শাহবাজ গিলকে গ্রেফতার করে পুলিশ। তাকে রিমান্ডে নেওয়া হয়। এ নিয়ে পাকিস্তানের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠে।
বিডিপ্রতিদিন/কবিরুল