মানবসভ্যতা টিকিয়ে রাখতে বিশ্বকে তেল, গ্যাস অনুসন্ধান চালিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নরওয়েতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
টেসলার প্রধান নির্বাহী বলেন, তেল- গ্যাস অনুসন্ধানের পাশাপাশি জ্বালানির স্থায়ী উৎস সমৃদ্ধ করা প্রয়োজন। জ্বালানি সম্মেলনের ফাঁকে নরওয়ের স্ট্যাভানগা শহরে সাংবাদিকদের ইলন মাস্ক বলেন, বাস্তাবিক অর্থে–আমাদের তেল ও গ্যাস ব্যবহার করা উচিত অল্প পরিসরে।
নরওয়ের তেল ও গ্যাস অনুসন্ধান করা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে ইলন মাস্ক বলেন, আমি মনে করি, গ্যারান্টির জন্য এই সময়ে আরও বেশি অনুসন্ধান করা উচিত। তিনি বলেন, বিশ্ব এখন সবথেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে টেকসই জ্বালানি এবং টেকসই অর্থনীতিতে স্থানান্তরে। এটা শেষ হতে কয়েক দশক সময় প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
ইলন মাস্ক বলেন, উত্তর সাগরে বায়ু শক্তি উৎপাদন এবং এরসঙ্গে স্থির ব্যাটারি প্যাক জ্বালানির প্রধান উৎস হতে পারে। শীতকালে এটা টেকসই জ্বালানির মাধ্যম হতে পারে। বক্তব্যে তিনি বিশ্বের জন্মাহার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সভ্যতা যাতে হারিয়ে না যায় তার জন্য অনেক শিশু থাকা প্রয়োজন। সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/কবিরুল