চীনের উত্তরপূর্ব তাংসান শহরের রেস্টুরেন্টে নারীদের মারধরের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে কর্তৃপক্ষ।
গত ১০ জানুয়ারি বার্বিকিউ রেস্টুরেন্টে নারীদের ওপর তাণ্ডবের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। ভিডিওতে কয়েকজন পুরুষকে একজন নারী ও তার তিন বান্ধবীকে ধারাবাহিকভাবে লাথি ও ঘুষি মারতে দেখা যায়। এই ঘটনা চীনে আলোড়ন তোলে। অনেকে দোষীদের বিচারের আওতায় আনার দাবি তোলেন।
সোমবার চীনের হুবেই প্রদেশের সরকারি কৌসুলি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মামলা হওয়ার পর থেকে ২৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে আক্রমণে যুক্ত সাত সন্দেহভাজনও রয়েছেন। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল