ইরাকের প্রখ্যাত শিয়া নেতা মুক্তাদা আল সদর দেশের রাজনীতি থেকে নিজেকে ‘সম্পূর্ণ প্রত্যাহার’ করে নেওয়ার ঘোষণা দিয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, জনপ্রিয় শিয়া নেতার এই ঘোষণা, ইরাকের রাজনীতিতে নতুন করে উত্তেজনার আগুন জ্বালাতে পারে।
সোমবার টুইটারে এক বার্তায় মুক্তাদা আল সদর লেখেন, রাজনীতি থেকে আমি নিজেকে চূড়ান্তভাবে প্রত্যাহারের ঘোষণা দিলাম।
রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণায় আল সদর, তার রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করে লেখেন– তার সংস্কারের ডাকে সাড়া মেলেনি।
বিগত কয়েক মাস যাবত সদরের সমর্থকরা তার নির্দেশে ইরাকের সংসদ ভেঙে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন। জুলাইয়ের শেষ নাগাদ তারা সংসদ ভবনের পাশে অবস্থান কর্মসূচি পালন করছেন। নেতার রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণায় তারা সোমবার পুনরায় সংসদ ভবনে ঢোকার চেষ্টা করেন।
গত বছরের অক্টোবরে ইরাকের জাতীয় নির্বাচনে আল সদরের সমর্থকরা অধিকাংশ আসনে জয় লাভ করেন। তবে তারা সরকার গঠনে ব্যর্থ হন। সদরের সংসদীয় জোট জুনে তার নির্দেশে পদত্যাগ করে।
সংসদ ভেঙে দেওয়া হবে কিনা তা নিয়ে ইরাকের সুপ্রিম কোর্ট আগামীকাল বৈঠকে বসবে।
বিডিপ্রতিদিন/কবিরুল