তিন বছর পর পূর্ণমাত্রায় কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে ভেনেজুয়েলা এবং কলম্বিয়া।
২০১৯ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়। নতুন করে সম্পর্ক প্রতিষ্ঠার পর দুই দেশ রাষ্ট্রদূত নিয়োগ করেছে।
সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
গতকাল রবিবার কলম্বিয়ার রাষ্ট্রদূত আরমানদো বেনেদেতি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে উপ পররাষ্ট্রমন্ত্রী রান্ডের পেনা রামিরেজের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি।
ভেনেজুয়েলার উপ পররাষ্ট্রমন্ত্রীও টুইটারে দেয়া পোস্টে বলেছেন, "আমাদের জনগণের সুখ শান্তির জন্য দু'দেশের ঐতিহাসিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে।”
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোও তার দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফেলিক্স প্লাসেনসিয়াকে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন।
কলম্বিয়ায় বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ক্ষমতায় আসার পর ভেনেজুয়েলার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেন।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন