রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শীত সামনে রেখে রাশিয়া ইউরোপীয় দেশগুলোর জন্য গ্যাস বন্ধ করার পায়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার নরওয়ের এক জ্বালানি সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধ এই অভিযোগ তোলেন।
রয়টার্সের খবর বলা হয়েছে, বিশ্বজুড়ে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। রাশিয়ার গ্যাস সরবরাহ সঙ্কুচিত করার ফলে অবস্থা আরও খারাপ হচ্ছে। শরৎ সামনে রেখে ইউরোপজুড়ে এখন প্রধান রাজনৈতিক এজেন্ডা কিভাবে গ্যাসের মূল্য সামাল দেওয়া যাবে।
রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি গ্যাজপ্রম চলতি সপ্তাহে গ্যাস লাইন রক্ষণাবেক্ষণের পরিকল্পনার কথা জানিয়েছে। এ কারণে নর্ড স্ট্রিম- ১ পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই গ্যাস লাইন বাল্টিক সাগর হয়ে রাশিয়া ও জার্মানির সঙ্গে যুক্ত হয়েছে।
রাশিয়ার এই কর্মসূচিতে ইউরোপীয় নেতাদের মনে আশঙ্কা জেগেছে, ইউক্রেন হামলার করায় রাশিয়া গ্যাস সরবরাহ কমাচ্ছে। যদিও মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল