রাশিয়ার দখলকৃত দক্ষিণের অঞ্চল খেরসন পুনরুদ্ধারে রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনের সেনারা।
সাউদার্ন মিলিটারি কমান্ডের মুখপাত্রের বরাত দিয়ে সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
সাউদার্ন কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক ইউক্রেনের গণমাধ্যম সাসপিলনেকে বলেছেন, আজ আমরা বিভিন্ন দিকে আমাদের হামলা শুরু করেছি, এর মধ্যে রয়েছে খেরসনও। তবে পাল্টা আক্রমণের বিস্তারিত জানানে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
মুখপাত্র নাতালিয়া হুমেনিউক বলেছেন, সাম্প্রতিক সময়ে দক্ষিণ দিকে অবস্থিত রুশ সেনাদের লজিস্টিক ও অবস্থানের ওপর ইউক্রেনের সেনাদের হামলা ‘কোনো সন্দেহ ছাড়া রুশ সেনাদের অবস্থান দুর্বল করে দিয়েছে।’
তিনি জানিয়েছেন, গত সপ্তাহে রুশ সেনাদের ১০টিরও বেশি অস্ত্রগারের ওপর সফল হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। রুশ দখলকৃত অঞ্চল গুলো পুনরুদ্ধারের জোর চেষ্টা চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন