পাকিস্তানের হাইকোর্ট ইমরান খানের বক্তৃতা সরাসরি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করেছেন। রায়ে আদালত বলেছে, গণমাধ্যম নিয়ন্ত্রক বোর্ড কর্তৃত্বের মাত্রা অতিক্রম করেছে।
গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক বক্তৃতায় বিচার বিভাগের কর্মকর্তা ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমালোচনা করেন। এরপরই তার ভাষণ সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তানের মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা।
ইমরান খানের ওই বক্তৃতার জেরে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে মামলা দায়ের হয়। আদালত তাকে এই মামলায় অগ্রিম জামিন দিয়েছে।
ইমরান খানের বক্তব্য লাইভ সম্প্রচারে নিষেধাজ্ঞা স্থগিতের রায়ে প্রধান বিচারক আতহার মিনাল্লাহ পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে একজন কর্মকর্তা নিয়োগ করে আদালতে হাজির হয়ে নিষেধাজ্ঞা আদেশের ন্যায্যতা প্রমাণের নির্দেশ দিয়েছেন। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল