ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির– ‘সব অঞ্চল স্বাধীন করা হবে’ এবং ‘বাঁচতে চাইলে রুশ সেনাদের পালিয়ে যাওয়া উচিত’ মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।
এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ পরিকল্পনা অনুসারেই চলছে।
দিমিত্রি পেসকভ বলেন, ‘বিশেষ অভিযান চলমান আছে। এটা পদ্ধতি অনুসারেই চলছে এবং সাম্প্রতিক পরিকল্পনার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সকল উদ্দেশ্য হাসিল করা হবে।’
এর আগে সোমবার রাতে এক বক্তৃতায় জেলেনস্কি বলেন, বাঁচতে চাইলে রুশ সেনাদের এখনই পালিয়ে যাওয়া উচিত।
রাশিয়া ও ইউক্রেন সীমান্তের কোনো পরিবর্তন হয়নি উল্লেখ করে জেলেনস্কি বলেন, আক্রমণকারীরা (রুশ সেনারা) তা ভালো করেই জানে। তবে ইউক্রেন সেনাদের ‘পাল্টা আক্রমণ’ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে চাননি জেলেনস্কি।
এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রুশ সেনাদের দখলকৃত অঞ্চল খেরসনে তারা প্রথম সারির প্রতিরক্ষা ভেঙ্গে ফেলেছেন। অঞ্চলটিতে পাল্টা আক্রমণের তথ্য জানিয়েছে ইউক্রেন।
খেরসনের ইউক্রেনীয় সামরিক প্রশাসন দাবি করেছে, ইউক্রেন সেনাদের উচ্চ সূক্ষ্ম আক্রমণ রুশ সেনাদের গুদাম এবং নিয়ন্ত্রণ পয়েন্ট ধ্বংস করছে। সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল