ইরানের একটি আদালত সুইডেনের দুই নাগরিককে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাদের আর্থিক জরিমানাও করা হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন- সাইমন কাসপার ব্রাউন এবং স্টিফেন কেভিন গিলবার্ট। তাদেরকে পাঁচ বছর এবং আট বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সুইডিশ এই দুই নাগরিককে ২০২০ সালের জুলাইয়ে গ্রেফতারের তথ্য জানায় ইরান। স্থানীয় গণমাধমে ওই সময় খবর প্রকাশ করা হয়, আন্তর্জাতিক মাদক পাচার নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের ২০২১ সালের সেপ্টেম্বরে বিচার শুরু হয়।
মামলা শুরুর সময় ইরানের বিচারবিভাগীয় কর্মকর্তাদের নিউজ সাইটে খবর প্রকাশ করা হয়, দুই সুইডিশ নাগরিককে ১০ কিলোগ্রাম আফিম এবং ২১ হাজার ট্রামাডল পেইনকিলারসহ গ্রেফতার করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল