সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের জেরে সৌদি আরবের এক নারীকে ৪৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
অধিকার গোষ্ঠীর বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, সৌদির বিশেষ অপরাধ আদালতে (ক্রিমিনাল কোর্ট) নুরাহ বিনতে সাইদ আল কাহতানিকে গত সপ্তাহে কারাদণ্ড প্রদান করা হয়। তার বিরুদ্ধে সৌদির সামাজিক বুনন ছিন্ন এবং জনশৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ গঠন করা হয়।
এ বিষয়ে রয়টার্স মন্তব্য জানতে চাইলে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তর কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক অধিকার সংগঠন ডন জানিয়েছে, তারা কাহতানির সম্পর্কে খুব বেশি তথ্য কিংবা তার সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট সম্পর্কেও বেশি জানতে পারেনি। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।
এই ঘটনার কয়েক সপ্তাহ আগে দুই সন্তানের জননী ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডসের ডক্তরেট প্রার্থী সালমা সেহাব নামে একজন নারীকে ভিন্ন মতাবলম্বীর পোস্ট শেয়ার করার কারণে ৩৫ বছরের করাদাণ্ড দেওয়া হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল